নিজস্ব প্রতিবেদকঃ
ডেমোক্রেটিক পিপলস পার্টির সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান গত সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, আসন্ন নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে যারা নিবার্চনী প্রক্রিয়ায় সরাসরি যুক্ত এবং আইনের দৃষ্টিতে ভোটাধিকার প্রয়োগের যাদের অভিজ্ঞতা আছে ও বিদেশী গণতান্ত্রিক নির্বাচনের অভিজ্ঞতা আলোকে অভিজ্ঞ লোকদের নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া উচিত।
আমি নিম্নোক্ত পেশাজীবী ব্যক্তিদের নির্বাচন কমিশনে নিয়োগ দেয়ার প্রস্তাব করছি,
১) বিচার বিভাগের একজন সুপ্রীমকোর্টের বিচারপতি।
২) সুপ্রীমকোর্টের একজন আইনজীবী।
৩) রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে একজন সাবেক সংসদ সদস্য।
৪) একজন সফল রাষ্ট্রদূত (বিদেশি নির্বাচনের পর্যবেক্ষক হিসেবে)।
৫) একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
৬) একজন প্রখ্যাত সাংবাদিক।
এই দায়িত্বশীল লোকজন নিয়োগপ্রাপ্ত হইলে নির্বাচন কমিশন অর্থবহ, সঠিক এবং জবাবদিহিতা মূলক হবে এবং একটি সঠিক সুন্দর গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবে।