অনলাইন ডেস্ক♦♦
গতকাল বুধবার ১৪ আগষ্ট বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদ আয়োজিত পল্টনস্থ আজাদ সেন্টারে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এর ১ম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দুআ আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমান মহাসচিব ইসলামি শিক্ষা উন্নয়ন বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ড. এমরানুল হক, যুগ্ম মহাসচিব, জাতীয় মুফাসসির পরিষদ, মাও, ইদরিস আলী, অর্থ সম্পাদক জাতীয় মুফাসসির পরিষদ , মাও, ক্বারী সারোয়ার হোসেন, সভাপতি ঢাকা বিভাগ, মাওঃ রেদওয়ান উল্লাহ রাইয়ান, মাওঃ হাবিবুর রহমান , মাওঃ মোসলেম উদ্দীন মেসবাহ, মাওঃ আতিকুল্লাহ , মাওঃ সাইফুল ইসলাম , জনাব এ্যাড, নুরুল্লাহ, জনাব কামাল আহমেদ , নূর মোহাম্মদ সিরাজী সহ আরো অনেকে। আলোচনা শেষে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী জন্য দুআ করেন মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী।