প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্যিক ও মরমী কবি, বিনয়ের সম্রাট, হজরত মাওলানা শাহ সুফি খাজা মুহাম্মদ আলাউল হক অলি (মা.জি.আ.)।
প্রধান অতিথির বক্তব্য খাজা মুহাম্মদ আলাউল হক অলি (মা.জি.আ.) কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তি অন্যতম দিক হলো, সৃষ্টির প্রেম। যার মধ্যে সৃষ্টির প্রেম নেই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমাদের উচিত, সৃষ্টিকে ভালবাসা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে পশুপাখি এবং গাছপালার প্রতি যত্নবান হওয়া। সর্বোপরি- আল্লাহ ও রাসূল (দ.)-এর প্রেমে নিজকে উৎস্বর্গিত করা।
বাইনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক- মেহেদী মাসুদ মুজাদ্দেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট গুণীজন। আয়োজক কমিটির পক্ষ হতে স্বাগত বক্তব্য রাখেন, বিশিষ্ট সংগীত শিল্পী ও সাধক পুরুষ- মুহাম্মদ গোলাম মাওলা হিরণপুরী। কুরআন পাঠ, বয়ান, জিকির আজকার, মারিফতি কালাম, তাবারুক বিতরণসহ নানান কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠান উদযাপিত হয়।