নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে চাটখিল পৌরসভা যুবলীগের যুগ্ন আহ্বায়ক ওমর ফারুক কনক বলেছেন, আমি নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলব।
আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় গণসংযোগ চালায় ওমর ফারুক কনক। এ সময় সাধারণ ভোটারসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরার গণসংযোগকালে কনকের সাথে উপস্থিত ছিলেন। তাছাড়া গণসংযোগকালে অসংখ্য নেতা কর্মীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এ প্রচারণার সময় সাধারণ জনতা ও নেতাকর্মীরা কনকের পক্ষে শ্লোগান দেন এবং তাকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহবান জানান।
গণসংযোগকালে ওমর ফারুক কনক বলেন, আমি ছাত্র রাজনীতিতে ছাত্রলীগ করে আসা মানুষ। আমি বঙ্গবন্ধুর আর্দেশর একজন সৈনিক। স্থানীয়ভাবে আমি যুবলীগের রাজনীতির সাথে জড়িত। আমি সবসময়ই এলাকার মানুষের বিপদে-আপদে এগিয়ে এসেছি।
বঙ্গবন্ধুর আর্দেশর এ সৈনিক আরো বলেন, আমি এলাকার উন্নয়নে ভূমিকা রাখছি, সাধারণ মানুষের সেবা করে যাচ্ছি। সামনে আরো ভালো কিছু করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি জয় লাভ করলে ৭ নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলব।
ওমর ফারুক কনক বলেন. মাদক, সন্ত্রাসসহ যেকোনো অন্যায়ের প্রতিবাদ স্বরুপ আমি সবসময়ই সামনে থেকে নেতৃত্ব দিয়ে এসেছি। এবার স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে আমি নির্বাচনে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস অত্র এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমি সবসময়ই এলাকার মানুষের বিপদে-আপদে পাশে ছিলাম আছি এবং থাকবো ইনশাআল্লাহ।