পুলিশি কার্যক্রম আরো বেগবান করার নির্দেশ দিয়ে আইজিপি মো. ময়নুল ইসলাম বলেছেন, আমরা নিজেরা অন্যায় করবো না, অন্যকেও অন্যায় করার সুযোগ দেবো না।
শুক্রবার (২৫ অক্টোবর) পঞ্চগড় জেলা পুলিশ লাইনসের ড্রিল শেডে এক বিশেষ কল্যাণ সভায় তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন আমাদের জন্য দেশ গড়ার এক নতুন সুযোগ তৈরী করেছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। নতুন সমাজ বিনির্মাণের সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা বাংলাদেশ পুলিশকেও গড়ে তুলতে চাই।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম বলেন, জনগণের সাথে পেশাদার আচরণ করতে হবে। তাঁদের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে।আইজিপি ফোর্সের কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
পুলিশ সদস্যদের উদ্দেশ্যে পুলিশ প্রধান মো. ময়নুল ইসলাম বলেন, জনগণের সাথে পেশাদার আচরণ করতে হবে। তাঁদের প্রত্যাশিত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করতে হবে।আইজিপি ফোর্সের কল্যাণ নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
তিনি বলেন, কল্যাণের পাশাপাশি ফোর্সের শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখতে হবে।
আইজিপি মো. ময়নুল ইসলাম তাঁর বক্তব্যের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, পঞ্চগড় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রমুখ।
পরে আইজিপি পঞ্চগড় সদর সার্কেলের নবনির্মিত অফিস ভবন উদ্বোধন করেন।
এর আগে তিনি পঞ্চগড় সদর উপজেলার নিজ গ্রাম মসজিদপাড়া মসজিদে নামাজ আদায় করেন এবং কবর জিয়ারত করেন। মো. ময়নুল ইসলাম বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হওয়ার পর তাঁর নিজ এলাকা পঞ্চগড়ে তিনি প্রথম সফর করলেন।