নারায়ণগঞ্জ প্রতিনিধি◊◊
নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় আপন ভাতিজিকে চাচা অপহরণের দায়ে ভিকটিম উদ্ধারসহ চাচাকে গ্রেফতার করা হয়। আজ (১৩ ডিসেম্বর) মঙ্গলবার রাতে বনশ্রী-ডিএমপি-ঢাকা এলাকায় র্যাব-১১’র একটি টিম অভিযান পরিচালনা করে অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।
অভিযানে অপহরণকারী চক্রের মূলহোতা এজাহারনামীয় ১নং আসামী সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫), পিতাঃ হাজী মোঃ খোরশেদ আলম @ শেখ সফিউল্লাহ, সাং-ক্যানেলপাড় উত্তর ভূইগড়, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার এবং ভিকটিম(১৯)’কে উদ্ধার করা হয়।
অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) এবং ভিকটিম(১৯) পরস্পর আপন চাচা-ভাতিজি। গ্রেফতারকৃত আসামী সাখাওয়াত হোসেন সৌরভ বিভিন্ন সময় তার আপন ভাইয়ের মেয়ে ভিকটিম’কে উত্যক্ত করতো এবং বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিতো। ভিকটিম উক্ত কুপ্রস্তাবে রাজি না হলে আসামী সাখাওয়াত হোসেন সৌরভ তাকে অপহরণ করার হুমকি প্রদান করত।
ভিকটিম গত ১৪/১০/২০২২ খ্রিঃ তারিখে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি নাইতারপাড়াস্থ তার খালতো বোনের বাসায় বেড়াতে যায়। ১৯/১০/২০২২ খ্রিঃ তারিখ বিকালে উল্লেখিত বাড়ি হইতে এজাহারনামীয় ১ নং আসামী সাখাওয়াত হোসেন সৌরভ (৩৫) তার অবৈধ কামলালসা চরিতার্থ করার জন্য এজাহারনামীয় অন্যান্য আসামীদের সহায়তায় ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-৩৪, তারিখ-২৩/১০/২০২২খ্রিঃ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা রুজু করে। অপহরণকারী আসামী ভিকটিমকে অপহরণ করে কৌশলে আত্মগোপনে ছিল। পরবর্তীতে র্যাব-১১, সিপিএসসি এর গোয়েন্দা টীম এই ব্যাপারে যথাযথ গুরুত্বের সঙ্গে ছায়া তদন্ত শুরু করে এবং সুনির্দিষ্ট তথ্য এর ভিত্তিতে উল্লেখিত আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয় এবং অন্যান্য আসামীদের গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু সকালের কাগজের এক বার্তায় জানান,পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিমকে সিদ্ধিরগঞ্জ থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।