পঞ্চগড় প্রতিনিধিঃ
রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুর ইসলাম বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতে দেশ, এই দেশে আপনাদের আমাদের সকলের, আপনার নির্বিঘ্নে পূজা পালন করুন, প্রশাসন আপনাদের পাশে আছে।
তিনি আরো বলেন, আপনার আগের মত যে ভাবে পুজা উৎযাপন করেছেন, তেমনি ভাবে নির্ভয়ে পূজা পালন করবেন, কেউ যদি পূজা উৎযাপনে বাধা বা ভয়ভীতি প্রদর্শন করেন তাহলে আইনের আশ্রয় গ্রহন করবেন।
তিনি মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে বোদা শ্রী শ্রী গোবিন্দ জিউঁ মন্দিরে শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে পুরোহিত ও মন্দির কমিটির সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন।
বোদা কেন্দ্রীয় গোবিন্দ জিউঁ মন্দিরের আয়োজনে মন্দির কমিটির সভাপতি শ্যামাপদ ঘোষের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বোদা সদর ইউ’পি চেয়ারম্যান অখিল চন্দ্র ঘোষ শীসা, পাঁচপীর ইউ’পি চেয়ারম্যান অজয় কুমার ঘোষ, বোদা উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি অন্ন প্রসাধ, ভাসাইনগর সার্বজনীন দুর্গা পূজা উৎযাপন কমিটির সভাপতি বিলাশ চন্দ্র।
এ সময় জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, বোদা-দেবীগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার রুনা লায়লা সহ পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Tags: আপনারা