নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জ তাঁতখানা এলাকা হতে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করা হয়।গত রবিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯ ঘটিকায় র্যাব-১১’র একটি আভিযানে সিদ্ধিরগঞ্জ ডিএনডি মেইন তাঁতখানা এলাকায় আন্তার্জাতিক নারী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: সেন্টু কুমার দত্ত (৪৫) পিতা- মৃত ডাঃ অনিল কুমার দত্ত, সাং- এগার গ্রাম, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, এ/পি- সাং- ৭৩ নং পূর্ব বাসাবো, থানা- সবুজবাগ, জেলা- ডিএমপি, ঢাকা ও মোসাঃ আনোয়ারা বেগম (৬৭) পিতা কালাচান বেপারী, সাং- ভুইয়া পাড়া (মোঃ মুনসুর মিয়ার বাড়ী), থানা- নারায়ণগঞ্জ সদর, জেলা- নারায়ণগঞ্জ, এ/পি- সাং- ডি.এন.ডি মেইন রোড, তাঁতখানা (মোর্শেদা বেগম, স্বামী- দুলাল ড্রাইভার এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জকে গ্রেফতার করে।
অনুসন্ধানে, গ্রেফতারকৃত আসামীদ্বয় একটি সংঘবদ্ধ আর্ন্তজাতিক নারী পাচারকারী অপরাধী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে দেশের বাহিরে নারী পাচার করে আসছে। দরিদ্র ও সুন্দরী অল্প বয়সী মেয়েদেরকে টার্গেট করে প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের বেতনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে প্রলুব্ধ করে। পাচারকারী চক্রটি নারীদেরকে ভারত হয়ে অবৈধভাবে পাচার করে এবং যৌনতাবৃত্তিতে বাধ্য করে। তারা ঝাউডাঙ্গা, কলারোয়া, সাতক্ষীরা, বেনাপোল, যশোরসহ বিভিন্ন সুবিধাজনক সীমান্ত দিয়ে তাদের সিন্ডিকেটের নারী পাচারকারী সদস্যদের সহযোগীতায় ভারতসহ বিদেশে নারী পাচার করে আসছে বলে জানা যায়। উক্ত ঘটনায় জড়িত পলাতক আসামীদেরকে গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।
এবিষয়ে র্যাব-১১’র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।