ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরে ঘোড়াঘাট উপজেলা কৃষি অফিসের আয়োজনে “আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশল” বিষয়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ১১টায় কৃষি অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান।
তিনি তার বন্তব্য মাধ্যমে বলেন, দেশে চলমান আধুনিক কৃষি ব্যব¯’াপনায় নতুন নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকরা লাভবান হচ্ছে। বিশেষ করে বিভিন্ন অ্যাপসের সহায়তা নিয়ে রাসানিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধিসহ অ্যাপসের মাধ্যমে সঠিক পরিমানে সার ও ঔষধ প্রয়োগ করে কৃষকরা কৃষি উৎপাদন খরচে অনেক সাশ্রয় অনুভব করছে।
উক্ত কর্মশালায় আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্পসারণ কর্মকর্তা উম্মে সালমা। কর্মশালায় উপজেলায় কর্মরত প্রায় ৩০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।