নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে মাদ্রাসার এক শিশুকে বলাৎকারের ঘটনার জবানবন্দি প্রদান করেছে বিজ্ঞ আদালতে।
গতকাল বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে শিশুটি জবানবন্দি রেকর্ড করা হয়।
এ বিষয়ে কোর্ট পরিদর্শক পুলিশ আসাদুজ্জামান বলেন,মাদ্রাসার শিক্ষক ছাত্রকে বলাৎকারের মামলায় ছাত্র তার জবানবন্দি দিয়েছে আদালতে। একই সাথে এ মামলার আসামীকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেছেন আদালত।
বলাৎকারের ঘটনার আসামী হলো- চাঁদপুর জেলার সদর থানার উত্তর ইচলী এলাকার মৃত. আব্দুল সাত্তার বন্দূশী এর ছেলে মো.শহীদুল্লা বন্দূশী (২৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামী শহীদুল্লা বন্দূশী সিদ্ধিরগঞ্জ মারকাজুল কোরআন মাদ্রাসা পাইনাদী নতুন মহল্লা শাপলা চত্তর হাজী তোফাজ্জল এর বাড়ির ভাড়াটিয়া। সেই সাথে ্ওই বাড়ির মাদ্রাসার শিক্ষক হলো শহীদুল্লা বন্দূশী।গতকাল ৩০ সেপ্টেম্বর সকাল ১০ টায় ১১ বছরের তার মাদ্রাসার ছাত্রকে খালি রুমে ডেকে নিয়ে যায়। সেসময় শিশুটির পরনো থাকা প্যান্ট খুলে তার পায়ু পথ দিয়ে জোর করে বলাৎকার করে শহীদুল্লা বন্দূশী । তারপর শিশটিকে বিভিন্ন ভয় ভীতি দেখান লম্পট শিক্ষক শহীদুল্লা বন্দূশী। শিশুটি লজ্জায় প্রথমে কাউকে বলতে পারেনি পরে তার মামাকে সব খুলে বলে। শিশুটির কথা শুনে তার মামা বাদী হয়ে গতকাল সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ( সংশোধনী) (০৩) এর ৯(১) এর ধারায় মামলা দায়ের করেন।