আমিরুল ইসলাম কবিরঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে আদালতের নির্দেশ অমান্য করে নালিশী জমিতে স্থাপনা নির্মাণের ফলে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা দেখা দিয়েছে।
ঘটনাটি ঘটেছে গতকাল (৯ জুন) পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের দিকদারী গ্রামে।
সরেজমিন প্রকাশ, দিগদারী গ্রামের মৃত নজির হোসেনের ছেলে আইনুল হক গং-দের সাথে একই গ্রামের আব্দুর রহমান গং-দের জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। নাশিলী জমি (জেল এল নং ৪৮, সিএস খতিয়ান নং ১০ ও ১১, এস এ খতিয়ান নং ২০,২১,২২, দাগ নং ১৫১৮,১৫২৪ ও ৩০৭) জমির পরিমান ৫৪ শতাংশ। উক্ত জমি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বিবাদী আব্দুর রহমান গং নালিশী জমিতে গত ৮ জুন দিবাগত রাতের অন্ধকারে অবৈধভাবে দুইটি অস্থায়ী টিনের ছাপড়া ঘর উত্তোলন করে।
এরপর থেকেই উভয় পক্ষের মাঝে টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্কা দেখা দিয়েছে বলে শান্তিপ্রিয় এলাকাবাসী জানান।
এ ঘটনায় আইনুল গং বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পলাশবাড়ী থানার এসআই হুমায়ন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।