সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী নতুন বাজারে বালুর মাঠে আজমেরী হোটলে সংলগ্ন টিনশিড একটি মার্কেটে বুধবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। আগুনে বাজারের কমপক্ষে ৮ টি দোকান সর্ম্পূণ ভূমি ভূত হয়েছে। আগুনরে খবর পেয়ে রাত ২ টা ৫৫ মিনিটে আদমজী ফায়ার সার্ভিসে প্রথমে ২ টি ইউনটি ঘটনাস্থলে এসে আগুন নিভাতে চেষ্টা করে।কিন্তু কোনো ভাবেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারায় তাদের আরও একটি ইউনটি ঘটনাস্থলে এসে র্সবমোট ৩ টি ইউনটি প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমীন মোল্লার নেতৃত্বে আদমজী ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটি আগুন নিভানোর কাজ করে।কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা তারা তদন্ত সাপক্ষে বলতে পারবেন তবে তাদের ধারণা বৈদ্যুতিক র্শট সার্কিট থেকে আগুনের সূত্র হয়ে থাকতে পারে।সেখানে বিদ্যুতের তারে আগুন লেগেছিল বলে আদমজী ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে আগুনে ক্ষয়ক্ষতির পরীমান জানা যায়নি।