মোঃ শিফাত মাহমুদ ফাহিম,বিশেষ প্রতিনিধি:
আত্রাইয়ে অনৈতিক কাজের সাথে লিপ্ত থাকায় গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১ ঘটিকার সময়ে উপজেলার পাঁচুপুর ইউনিয়নের অন্তর্গত বোয়ালিয়া গ্রামের প্রবাসী মো: আমান আলীর ছেলে মো: তরিকল ইসলাম (১৭) উপজেলার বাঁকি ওলমা গ্রামের মো: নূর ইসলামের মেয়ে মোছা: মায়া আক্তার (১৪)’কে হাতে-নাতে আটক করে এলাকাবাসী।
খোঁজ নিয়ে এলাকাবাসী ও মেয়ের পারিবারিক সূত্রে জানাযায়, তরিকুল রাত ১ টার দিকে মেয়ের শয়নকক্ষে প্রবেশ করা কালীন সময়ে। এলাকাবাসী ও পরিবারের লোকজন টের পেঁয়ে ছেলে মেয়েকে অনৈতিক কাজের সময় হাতে-নাতে আটক করেন। সেই সাথে বিষয়টি সমাধান করার লক্ষ্য উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রমাণিক ও উপজেল ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম দীর্ঘ সময় চেষ্টা করে ব্যর্থ হয়।
আরও জানান, পরবর্তীতে বিষয়টি সমাধান না হওয়া কারণে থানা পুলিশকে খবর দিয়ে ছেলে মেয়ে উভয়কে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানায় এলাকাবাসী। উক্ত সময় হতে এখনো পর্যন্ত ছেলে মেয়ে পুলিশ হেফাজতে আছে বলেও জানাযায়।
এ বিষয় নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম বলেন, আমরা দীর্ঘ সময় ধরে চেষ্টা করেছি বিষয়টি সমাধানের জন্য, কিন্তু ছেলের পরিবারের তেড়ামীর জন্য সমাধান করা সম্ভব হয়ে উঠেনি।
আত্রাই থানার তদন্ত ওসির সাথে মুঠোফোনে আলাপ কালে বলেন, মামলা দায়ের করে ছেলে মেয়ে উভয়কে কোর্টে প্রেরণ করা হয়।