আড়াইহাজার( নারায়ণগঞ্জ ) সংবাদদাতা:
আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় পথরোধ করে লিটন নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে একদল সন্ত্রাসী। গতকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে কালাপাহাড়িয়ার চেওয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসী বাহিনী।
জানা যায়, বেশ কিছু দিন আগে কালাপাহাড়িয়া গ্রামের তমা বাড়ির লাল মিয়ার ছেলে লিটনের কাছে একই গ্রামের মোল্লা বাড়ির কাশেমের ছেলেরা চাঁদা দাবি করে।এতে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে লিটনের ওপর অতর্কিতে হামলা চালায় কাশেমের সন্ত্রাসী ছেলেরা। বৃহস্পতিবার সকালে লিটন চরে ইরি স্কিমের জমিতে কাজ করে বাড়ি ফেরার সময় কাশেমের বাড়ি সংলগ্ন চেওয়া ঘাট এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎপেতে থাকা কাশেমের ছেলে মান্না, ইঞ্জু,শাহালম, মহিউদ্দিন,অলি, রমজান গং করিম মোল্লার ছেলে সিরাজের নির্দেশে দা, ছুড়ি,হকিস্টিক নিয়ে অতর্কিতে তার ওপর হামলা চালায়। হামলায় লিটনের মাথা ফেটে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। লিটনের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে লিটনের বাড়িতে সংবাদ দিলে তারা এসে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। লিটনের মাথায় অন্তত সাতটি সেলাই করা হয়।
এই বিষয়ে লিটনের পিতা লাল মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।