নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার উচিৎপুরা ইউনিয়নের জাঙ্গালিয়া বাজারের পাশে বাংলালিংক এর টাওয়ারের নিচ থেকে আটটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে হাতবোমা গুলো ওই স্থানে জড়ো অবস্থায় দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয় স্থানীয়রা।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) মোঃ জোবায়ের হোসেন জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ হাতবোমা গুলো বিকেল পর্যন্ত ঘিরে রাখে । বিকেল ৩টায় ঢাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এসে হাতবোমা গুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।
ওসি (তদন্ত) আরো জানান, ধারণা করা হচ্ছে দূষ্কৃতকারীরা কোন বড় ধরণের অপরাধ সংঘটিত করার জন্য হাতবোমা গুলো এখানে জড়ো করে রাখতে পারে।
আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান মোল্লা জানান, কেবা কারা এই বোমা গুলো এখানে রেখেছে তা নিয়ে তদন্ত চলছে।