আটপাড়া প্রতিনিধি : নেত্রকোণার আটপাড়ায় স্বাস্থ্য ও পঃপঃ উদ্যোগে পানিতে ডুবে ও সাপের কামড়ে মৃত্যুরোধে করণীয় শীর্ষক কর্মশালা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“বয়স হলে চার শিখতে হবে সাঁতার” এবং “সাপে কামড়ালে ওঝা নয়, বেদে নয়, হাসপাতালেই চিকিৎসা হয়” স্লোগানকে ধারণ করে
বুধবার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ হল রুমে বর্ণমালা কমিউনিকেশন লিমিটেড এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ এর উদ্যোগে এ কর্মশালা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালা ও আলোচনা সভা হতে জানা যায়, বাংলাদেশের দৈনিক গড়ে প্রায় ৪০ জনের মতো পানিতে ডুবে মৃত্যু বরণ করে এবং ১৬ জনের মতো মানুষ দৈনিক সাপের কামড়ে মারা যায়। আর এ বিষয়ে যদি সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা যায় তাহলে পানিতে ডুবে ও সাপের কামড়ে মৃত্যু হার কমিয়ে আনা সম্ভব। আর এ লক্ষ্যেই আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এই কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরীফ আহমেদ। এছাড়া শংকর কুমার রায় সহ আরোও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।