সম্রাট আকবর,নারায়ণগঞ্জ থেকেঃ
প্রতি বছরের ন্যায় আজ শুক্রবার নারায়গঞ্জে বিশেষ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।বন্ধুরা দেখতে দেখতে এসে গেলো সেই মাহেন্দ্রক্ষণ।শুক্রবার (১লা অক্টোবর) নারায়ণগঞ্জ বি জি প্রেস মাঠে ফিকচার-সাড়ে ৭টায়, ”০৪০৬ vs স্পার্টান ১১” সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ রয়েল ক্রিকেট ক্লাব ০৪ vs টীম প্যানথার এবং ফাইনাল খেলা দুপুর আড়াই ঘটিকার সময় অনুষ্ঠিত করা হবে।
এ খেলা ওল্ড ক্রিকেট ০৪/০৬ কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে একদিনের ক্রিকেট টুর্নামেন্ট।
টুর্নামেন্টের নাম– ONE DAY CRICKET MANI A
টাইটেল স্পনসরঃTOTAL BARAKAH HOUSING BANGLADESH LIMITED.
খেলায় অংশগ্রহণ করবেন মোট ৪টি দলঃ
১.নারায়ণগঞ্জ ০৪/০৬
২.নারায়ণগঞ্জ রয়েল ক্রিকেট ক্লাব ০৪
৩.স্পার্টান ১১
৪.টীম প্যানথার
প্রাইজ মানি থাকছে- ১.বিজয়ী দল ৪০০০ টাকা
২.রানারআপ দল ২০০০ টাকা
ম্যান অফ দ্যা ম্যাচ ও ম্যান অফ দ্যা সিরিজ ও ফাইনাল এর দুই দলের জন্য মেডেল তো থাকছেই।
আরো থাকছে দুপুরের খাবার ও পানির ব্যাবস্থা।
বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চোঁখ ধাধানো আতশবাজি।খেলাটি মাঠে এসে দেখার জন্য সকল খেলা পাগল বন্ধুদের আমন্ত্রণ জানানো হচ্ছে।