অনলাইন ডেস্কঃ
শেখ মণি ক্রীড়া চক্র ফুটবল একাডেমীর জমকালো আয়োজনে ”শেখ মণি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ উদ্ভোধন হতে যাচ্ছে। শুক্রবার (২২ অক্টোবর) প্রথম বারের মতো মাঠে নামবে অনুর্ধ ১৮ এর ১৬টি টিম। টুর্ণামেন্ট উদ্ভোধন করবেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল-এমপি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠান সহযোগিতায় ওয়েষ্ঠার্ন ইন্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড। শেখ মণি ক্রীড়া চক্র ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা ও সভাপতি রেজাউল করিম রেজা বলেন, শেখ মণি ফুটবল টুর্ণামেন্ট-২০২১ উদ্ভোধনের মধ্য দিয়ে দেশের ফুটবল অঙ্গনে আলোড়ন সৃষ্টি করবে। যোগ্য ও পরিশ্রমী খেলোয়াড় তৈরীতে শেখ মণি ক্রীড়া চক্র ফুটবল একাডেমী ব্যাপক ভূমিকা রাখবে।