অনলাইন ডেস্কঃ
আজ ১১ সেপ্টেম্বর শনিবার রাজধানীর তোপখানা রোডস্থ ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যালয়ে গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফেডারেশনের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কমরেড সামছুল আলম।
সভায় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কমরেড বিধান দাস, রিয়াজ আহমেদ, শাহ নাঈম সিদ্দিকী মাসুম, রেহেনা বেগম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২৯ অক্টোবর ২০২১খ্রি. শুক্রবার গার্মেন্টস ওয়ার্কার্স ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।
এ সময় কমরেড সামছুল আলমকে আহ্বায়ক ও কমরেড বিধান দাস কে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।