পাবনা (জেলা) প্রতিনিধি।।
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার পদে উপ-নির্বাচন আগামীকাল ২৭ জুলাই বুধবার অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সর্বমোট ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন-কাজী মোশারফ সুরুজ (ফুটবল), নাদিম মোহাম্মদ (মোরগ) ওমিলন হোসাইন (তালা)। জমে উঠেছে শেষ মূহুর্তের নির্বাচনী প্রচার-প্রচারণা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
চাটমোহর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডের নির্বাচিত মেম্বার মজিবর রহমান ইন্তেকাল করলে আসনটি শুন্য হয়। তিনি জানান, ওয়ার্ডের সর্বমোট ভোটার সংখ্যা ২ হাজার ৯৪১জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪৮১ ও মহিলা ভোটার ১৪৬০ জন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা পরিসংখ্যান অফিসার মো. মিজানুর রহমান। এছাড়া ভোট কেন্দ্রের ৯টি বুথে ৯জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৮জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও পুলিশ ও আনসার সদস্য দায়িত্বে থাকবেন।