নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবকলীগের শ্রদ্ধাঞ্জলি।
গতকাল (২৩ জুন) বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু’র নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতাকর্মীদের গগনবিদারী শ্লোগানে মুখরিত হয় ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বর প্রাঙ্গণ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর উত্তর দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রমূখ।