অনুপ সিংহ,নোয়াখালীঃ
ঐতিহ্যবাহী পত্রিকা ‘দৈনিক বাংলা’ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত শিল্প ও বানিজ্যের সফল ও ত্যাগী ব্যক্তিদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।গতকাল রোববার বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর স্বাক্ষরিত একটি পত্রে এ কমিটি ঘোষণা দেয়া হয়।
দেশের শীর্ষ ব্যবসায়ী মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সহ সম্পাদক এর দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি এফবিসিসিআই এর ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ মোবাইল ফোন ব্যাবসায়ী এসোসিশেন (বিএমবিএ) এর সভাপতি,ঐতিহ্য বাহী টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান, হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জানা যায়, আওয়ামীলীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ কমিটিতে স্থান পেয়েছেন কয়েকজন শীর্ষ ব্যবসায়ী, সংসদ সদস্য ও বিভিন্ন মাধ্যমে সফল ব্যক্তিরা। এ কমিটিতে কাজী আকরাম উদ্দিন আহমদকে চেয়ারম্যান ও মোঃ সিদ্দিকুর রহমানকে সদস্য সচিব করা হয়। সদস্য তালিকায় আরো আছেন শফিউল ইসলাম মহিউদ্দিন এমপি, সেলিমা আহমদ এমপি, এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম, জসিম উদ্দিস, মাহবুবুল আলম প্রমুখ।