অনলাইন ডেস্ক।।
আওয়ামীলীগ একটি প্রতিনিধিদল নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়া ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পরিদর্শণ করেন।
আজ (২০ জুলাই) বুধবার দিনব্যাপী নড়াইলের লোহাগড়া উপজেলার দীঘলিয়ায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয় পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভয় দেন।
এসময় নিরাপত্তারও প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সাধারণ সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম সহ বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
পরে স্থানীয় মন্দিরে জেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: নিজামউদ্দিন খান নিলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জননেতা কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সদস্য সাহাবউদ্দিন ফরাজি, মাশরাফি বিন মূর্তুজা এমপি, মো:কবিরুল হক মুক্তি এমপি, স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, স্থানীয় নেতৃবৃন্দ সহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি নির্মল কুমার চ্যাটার্জী, যুগ্ম-সাধারন সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম, শাহ্ জালাল মুকুল, উপ বণ ও পরিবেশ সম্পাদক রাজীব মজুমদার রাজু, সাবেক ছাত্রনেতা মো: বদিউজ্জামান সোহাগ প্রমূখ।
সভা শেষে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটি’র পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ দুই লক্ষ টাকা হস্তান্তর করা হয়।