নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথিতযশা আইনজীবী, আইনাঙ্গনের জনপ্রিয় নেতা এড. আবদুল বাসেত মজুমদার (২৭ অক্টোবর) সকাল ৮ টা ১৮ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। আব্দুল বাসেত মজুমদার বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান, সুপ্রীম কোর্ট বারের সভাপতি ও সম্পাদক, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম-আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত সততাও নিষ্ঠার সাথে। আজ বেলা ১ টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজ এক বিবৃতিতে অ্যাডঃ আবদুল বাসেত মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।