
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ অক্টোবর বুধবার বিকালে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণহত্যাকারী হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার কার্যকর করার দাবিতে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. মনিরুজ্জামান এর সভাপতিত্বে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা মো. মঞ্জুর হোসেন ঈসার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সিটিজেন মুভমেন্টের নেতা লেখক ও কলামিস্ট রাকেশ রহমান, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, এসিস্টেন্ট অ্যাটর্নী জেনারেল অব বাংলাদেশের এ্যাডভোকেট এস এম ইউনুস আলী রবি, মোঃ ঈসা, কৃষক দলের সহ সাধারন সম্পাদক মো. মফিজুর রহমান লিটন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, অপরাজেও বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সিরাজী, বরিশাল জেলা বিএনপি নেতা এডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দলের সভাপতি শাহজাদা সৈয়দ ওমর ফারুক পীরসাহেব, জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামের সভাপতি মনজুর রহমান ভূঁইয়া, ছাত্রদল নেতা মোঃ শফিকুল ইসলাম (সফিক রেজা) প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আ স ম মোস্তফা কামাল।
সভাপতি এইচ এম মনিরুজ্জামান প্রবাসীদের ৯ দফা দাবি উপস্থাপন করেন- দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে, তারা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলি উত্থাপন এবং সমাধান করতে পারে। প্রবাসে মৃত্যুবরণ করা প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে। প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে। সিন্ডিকেট ভেঙ্গে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকেটের দাম কমিয়ে আনতে হবে। প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি-জমা দখল বন্ধ করতে হবে। প্রববাসীরা ১২ বৎসর পর অবসরে গেলে তাদের অবসর ভাতা দিতে হবে। সকল প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের লোন দিতে হবে।