রাজিবুল হাসান,ঢাকা◊◊
বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে আইইবিতে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত করা হয়।
আজ (১৯ ডিসেম্বর) সোমবার সকাল ১১ টায় আইইবি ভবনস্থ ইন্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির আহবায়ক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির জ্যেষ্ঠ সদস্য জননেতা আবুল হাসনাত আব্দুল্লাহ এমপি ও সদস্য সচিব বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এর সঞ্চালনায় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এসময় উপস্থিত ছিলেন, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান খান কামাল এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জাতীয় সংসদের মাননীয় হুইপ ইকবালুর রহিম এমপি, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, আওয়ামী,লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, আবদুল আউয়াল শামীম, গোলাম রাব্বানী চিনু, আনিছুর রহমান, যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, নজরুল ইসলাম বাবু এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমূখ।