রবিবার (১৭ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ দাবি জানান।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর কুড়িগ্রাম জেলার রাজারহাটের বিনা সুদে ঋণ প্রদানের দাবিতে কর্মসূচি পালনকালে রাজারহাট থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
বিজ্ঞপ্তিতে হারুনূর রশিদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সারাদেশের আপামর মানুষের ন্যায় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশও সক্রিয় অংশগ্রহণ করেছিল। ছাত্র—জনতার বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত বর্তমান সরকারের সময়ে পুলিশ সাধারণ মানুষের বাক—স্বাধীনতার পক্ষে থাকবে বলে আমরা বিশ্বাস করি। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে অবিলম্বে তাদের মুক্ত করে দেওয়া হোক।