সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অষ্টমীর মেলার নামে চলছে জমজমাট জুয়াড় আসর। মঙ্গলবার সকাল হতে রাত পর্যন্ত উপজেলার খংগুয়া, বালার ছিড়া, ইন্দ্রিয়ারপাড়, এবং শোভাগঞ্জে অষ্টমীর মেলায় অভিযান চালিয়ে পুলিশ ২০ জন জয়াড়িকে খেলার উপকরণসহ গ্রেফতার করেছে।
ইজারার মাধ্যমে উপজেলা প্রশাসন বৈশাখ মাসের একাধিক দিবসে উপজেলার বিভিন্ন স্থানে বা হাট-বাজারে অষ্টমীর মেলার অনুমতি প্রদান করে থাকেন।
বিভিন্ন মেলা হতে গ্রেপ্তারকৃতরা হলেন- শহিদুল ইসলাম, ওবাইদুল ইসলাম, রাঙ্গা মিয়া, শহিদুল ইসলাম, মজিবর রহমান, জহুরুল ইসলাম, আব্দুর রহমান, রিপন মিয়া, স্বপন মিয়া, চান্দ মিয়া, আঙ্গুর মিয়া, কামরুজ্জামান, শহিদুল ইসলাম, অছিব মিয়া, স্বপন মিয়া, রওশান মিয়া, ফরহাদ মিয়া, রবিউল ইসলাম, জরিপ মিয়া, আনিছুর রহমান।
থানার পুলিশ পরিদর্শক তদন্ত মিলন কুমার চ্যাটার্জী জানান, জুয়াড় আসর হতে আসামিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। আসামিদের বুধবার বিকালে জেল হাজতে পাঠানো হয়েছে।