নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি◊◊
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরকামটখালী গ্ৰামের ফকিবুরের কাছ থেকে দুই ছিনতাইকারী উনিশ হাজার চারশত টাকা ছিনতাই করে নিয়ে যায়।
গতকাল (৩ এপ্রিল) বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলার বীরকামটখালী গ্ৰামের বিকাশ ব্যবসায়ী মোঃ ফকিবুরের (৪৫) কাছ থেকে দুই ছিনতাইকারী কৌশলে উনিশ হাজার চারশত টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ফকিবুর বীরকামটখালী গ্ৰামের মরহুম হাফিজ উদ্দিন এর ছেলে।
এবিষয়ে ভুক্তভোগী ও এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে, ফকিবুর বীরকামটখালী জুবেদ আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয় এর মাঠ সংলগ্ন একটি দোকানে বিকাশ ও ফ্লেক্সীলোডের ব্যবসা করেন।
বুধবার সন্ধ্যায় এক যুবক এসে টাকা হাতে নিয়ে ১৯,৪০০ টাকা গুনতে থাকে ও বিকাশ নম্বরটা ফকিবুরের কাছে দেয়। টাকা পাছ করার সাথে সাথেই একটু সামনে দাঁড়িয়ে থাকা মটর সাইকেলে করে যুবক পালিয়ে যায়।
এলাকাবাসী সহ ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরতে না পেরে বিকাশ কাস্টমার কেয়ারের পরামর্শ মোতাবেক নান্দাইল মডেল থানায় একটি সাধারণ অভিযোগ দায়ের করেন।