রবিন খান, স্টাফ রিপোর্টারঃ
সিনেমার নায়িকা আঁচল। এবার প্রথম মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন তিনি। সাড়ে ছয় মিনিটের সিনেমাটির নাম ‘ও জান রে’। ২৯ ডিসেম্বর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে এই ছবির শুটিং শুরু হয়েছে। এ প্রসঙ্গে আঁচল বলেন, ‘গল্পনির্ভর গান এটি। গানের মধ্যে ছোট ছোট সংলাপের দৃশ্য করতে হয়েছে আমাকে। গান ও গানের গল্পের চিত্রনাট্য খুবই পছন্দ হয়েছে আমার। আমার জন্য এটি নতুন অভিজ্ঞতা।’
বেশ স্বচ্ছন্দে কাজটি করতে পেরেছেন বলে জানালেন এই অভিনেত্রী। বলেন, ‘সিনেমার আদলেই শুটিং করা হয়েছে কাজটির। এখানে আমার সহশিল্পীরা সবাই ছিলেন সিনেমার মানুষ। ফলে কাজটি আরাম করে করতে পেরেছি।’ মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন অন্তর হাসান। ‘ও জান রে’ গানটি গেয়েছেন সৈয়দ অমি। মিউজিক্যাল ফিল্মটির গল্পও তাঁরই লেখা।
কথা ও সুর তারিফ তুহিন এবং সংগীত পরিচালক রেমু বিপ্লবের। এই সিনেমায় আরও অভিনয় করেছেন সৈয়দ অমি, এল আর সীমান্ত, রাজু সরকার, শম্পা নিজাম প্রমুখ।
আঁচল জানালেন এটি জি-সিরিজ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার কথা আছে।
ক্যারিয়ারে গত তিন বছর আঁচল ধৈর্য ধরে ছিলেন। ২০১৭ সাল থেকে ইচ্ছা করে খুব বেশি ছবিতে অভিনয় করেননি তিনি। এই সময়ে মিডিয়ায় কাজের সংখ্যা কম ছিল। কোনো গল্পও পছন্দ হচ্ছিল না। আঁচল বললেন, খারাপ গল্পের ছবিতে কাজ করার চেয়ে না করাই ভালো। এ জন্য তিনি অপেক্ষা করেছেন এত দিন। করোনাকালে ঢালিউড নায়িকাদের মধ্যে সর্বাধিক ছবিতে নাম লিখিয়েছেন তিনি।
তিনি জানান, ‘আয়না’, ‘রাগী’, ‘কাজের ছেলে’, ‘চিৎকার’, ‘করপোরেট’, ‘যমজ ভূতের গল্প’সহ সাতটি ছবি নিয়েই তাঁর ব্যস্ততা। তাঁর অভিনীত চারটি ছবির শুটিং শেষ। দুটি ছবির কাজ এখনো বাকি আছে। হাতে রয়েছে নতুন একটি ছবির কাজ।