নিজস্ব প্রতিবেদক:
গতকাল শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ’অনন্যা ফাউন্ডেশনের উদ্যোগে শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি মীর হাসমত আলী বক্তব্যে বলেন, অনেক অভিভাবক রয়েছেন যারা প্রযুক্তিগত ডিভাইস ব্যবহার পারদর্শী নয়। সন্তানরা এই সুযোগটি কাজে লাগিয়ে পড়াশোনার কথা বলে টিকটক, লাইকি, পর্নো ভিডিও, লাইভ শো, প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ছে। আবার অনেকে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। জড়িয়ে পড়ছে সেবনে, জড়িয়ে পড়ছে মাদক বাণিজ্যে। তরুণদের এই অংশটি সমাজ বিরুদ্ধ আচরণধারা নিয়ে বড় হবে এবং সমাজের প্রচলিত মূল্যবোধ ও আদর্শের বিরুদ্ধে প্রযুক্তিগত আধুনিকতা দ্বারা প্রভাবিত হবে। যা বিপদসংকেত সৃষ্টি করবে পরিবারের জন্য, সমাজের জন্য এবং নাগরিকদের নিয়ে রাষ্ট্রের লক্ষ্য পূরণে।