যাত্রীদের ভোগান্তি দূর করার লক্ষ্য নিয়ে শেরপুরে অনলাইন বাস টিকেটিং সেবা
চালু হয়েছে। ‘আওয়ার শেরপুর’ নামে একটি ওয়েবপোর্টাল এ অনলাইন বাস টিকিটিং সেবাটি চালু করেছে।
জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে (৬ জানুয়ারি) সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনলাইন টিকেটিং সেবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এসময় জেলা প্রশাসক অনলাইনে জেলা ক্রীড়া সংস্থার ঢাকাগামী বাসের ৭ জানুয়ারী মঙ্গলবারের একটি টিকেট কাটেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এ সংক্রান্ত মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ‘আওয়ার শেরপুর’-এর প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন। প্রাথমিকভাবে
শেরপুর-ঢাকা-শেরপুর রুটে চলাচকারী জেলা ক্রীড়া সংস্থা’র বাস যুক্ত করার মাধ্যমে পথচলা শুরু করেছে ‘আওয়ার শেরপুর’-এর এ অনলাইন সেবা।
উদ্বোধনী অনুষ্ঠানে সমঝোতা স্মারক স্বাক্ষর করে এলিট এক্সপ্রেস নামে আরও একটি বাস সার্ভিস এ অনলাইন বাস টিকিটিং সেবার সাথে যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে শেরপুর জেলা থেকে দেশের বিভিন্ন রুটে চলাচলকারী অন্যান্য বাস সার্ভিসগুলোকেও এ অনলাইন টিকেটিং সেবার আওতায় সংযুক্ত করার কথা জানান আয়োজকরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক
বাহার, বাস মালিক ও পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান অনলাইন বাস টিকেটিং সেবাকে মানুষের ভোগান্তি দূর করার চমৎকার একটি উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, তরুণরা এগিয়ে আসলেই শেরপুর এগিয়ে যাবে। জেলা থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য ‘আওয়ার শেরপুর’-এর প্রতিষ্ঠাতা
দেলোয়ার হোসেনকে ধন্যবাদ জানান।
সেইসাথে তিনি বাস মালিকদের অনুরোধ
করেন, যেন সম্মিলিতভাবে আন্তরিক হয়ে অনলাইন বাস টিকিটিং সেবাটিকে সফল করা যায়।
এ সময় আওয়ার শেরপুর-এর প্রতিষ্ঠাতা মো. দেলোয়ার হোসেন বলেন, ‘আমাদের লক্ষ্য
বাস যাত্রীদের জন্য টিকিট বুকিং সহজ, দ্রæত এবং ঝামেলামুক্ত করার পাশাপাশি
নিরাপদ ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা। সেইসাথে বাস মালিকদের জন্য টিকিট ব্যবস্থাপনা সহজতর করা।
তিনি জানান, এই ওয়েবসাইটে নিজের আসন
নিজে পছন্দ করা সহ সপ্তাহে ৭ দিন দিনে ২৪ ঘণ্টা টিকিট কাটার সুবিধা
পাবেন যাত্রীরা।
উদ্বোধন উপলক্ষে আজ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ১ জন যাত্রী বিনামূল্যে যাতায়াতের সুযোগ পাবেন। এছাড়াও প্রথম
১০০ জন যাত্রীর জন্য থাকছে ১০ শতাংশ ছাড়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ক্যাব জেলা কমিটির সাধারণ
সম্পাদক হাকিম বাবুল, বাস মালিক তৌহিদুর রহমান পাপ্পু, সুব্রত সাহা রায়, প্রেসক্লাবের কার্যকরি সভাপতি সাংবাদিক রফিক মজিদ প্রমুখ।
এসময় তারা যাত্রী ও বাস মালিকদের বিভিন্ন সুবিধা-অসুবিধা সহ নানা বিষয়ে নিয়ে কথা
বলেন এবং সমস্যা সমাধানের উপায় সম্পর্কে অনলাইন টিকেটিং সেবা প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে জানতে চান। সে সময় আওয়ার শেরপুর কর্তৃপক্ষ অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের জবাব দেন।