নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি◊◊
ব্যাটারি চালিত অটো রিক্সার ধাক্কায় প্রাণ গেল সদ্য সাবেক মেম্বার মোঃ মুজিবুর রহমানের।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) চর শ্রীরামপুর গ্ৰামের কুঁড়ের পাড় নামক স্থানে বেলা ১ ঘটিকায় এই দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পার্শ্ববর্তী চায়ের দোকানে চা পান করে পায়ে হেঁটে বাড়িতে ফেরার পথে ত্রিশাল- কানুরামপুর হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় বালিপাড়া থেকে ছেড়ে আসা একটি ব্যাটারি চালিত অটো রিকশা পিছন দিক থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মজিবুর রহমান চর শ্রীরামপুর গ্ৰামের মরহুম শহর আলীর দ্বিতীয় পুত্র। মজিবুর রহমান ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ৩ বারের নির্বাচিত মেম্বার ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যু কালে তাঁর ১ স্ত্রী,৩ কন্যা সন্তান ও আত্মীয় স্বজন সহ অনেক গুণগ্ৰাহী রেখে গেছেন।
এ সম্পর্কে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোন বাদী না থাকায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।