নিজস্ব প্রতিবেদক◊◊
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে
১২ জন নারী কবি’কে কবি সংসদ বাংলাদেশ প্রদান করলেন ‘অগ্নিকন্যা সম্মাননা-২০২৪’।গতকাল (৯ মার্চ) শনিবার বিকাল ৩ টায় ঢাকার কমলাপুর কবি জসীম উদদীন এর বাড়িতে কবি সংসদের উদ্যোগে অগ্নিকন্যা সম্মাননা-২০২৪ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল।
১২ জন নারী কবি’কে কবি সংসদ বাংলাদেশ প্রদান করলেন ‘অগ্নিকন্যা সম্মাননা-২০২৪’।গতকাল (৯ মার্চ) শনিবার বিকাল ৩ টায় ঢাকার কমলাপুর কবি জসীম উদদীন এর বাড়িতে কবি সংসদের উদ্যোগে অগ্নিকন্যা সম্মাননা-২০২৪ পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ইমরোজ সোহেল।
উদ্বোধক ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল। বিশেষ অতিথি ছিলেন, কবি তৌহিদুল ইসলাম কনক, কবি আসাদ কাজল।
উক্ত অনুষ্ঠানে অগ্নিকন্যা সম্মাননা ২০২৪ পদক যারা পেলেন, কবি বৃষ্টি মিনা, কবি জাকিয়া সুলতানা, কবি সুবর্ণা দাস, কবি শোভা চৌধুরী, কবি সেতু পারবেজ, কবি পুষ্প, কবি আরিফা মিলি, কবি আফরিন পারভীন, কবি রওশন আরা, কবি অধরা ইসলাম, কবি আফসানা ইসলাম, কবি জেসমিন, জাহান।
Tags: অগ্নিকন্যা