অনলাইন ডেস্ক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৩তম বিসিএসের প্রিলির দিন ধার্য করেছে। আজ বুধবার পিএসসির বিশেষ সভায় এটি নির্ধারণ করা হয়। এ ছাড়াও অনলাইনে ৪৩তম বিসিএসে আবেদনের সময় বাড়ানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি এই তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ জানুয়ারির পরিবর্তে ৩১ মার্চ পুনঃনির্ধারণ করা হলো। ৩১ মার্চ সন্ধ্যা ৬টার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীরা পরবর্তী ৭২ ঘন্টায় এসএমএস-এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য ৬ আগস্ট শুক্রবার কমিশন কর্তৃক নির্ধারণ করা হয়েছে।