নেতারা আরো বলেন, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের যুক্তিহীন পক্ষপাতিত্ব এই যুদ্ধ আরো দীর্ঘায়িত করছে। মূলত মার্কিন সাম্রাজ্যবাদের মদদেই বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশের মতামত উপেক্ষা করে ফিলিস্তিনের জনগণের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে চাইছে। অবিলম্বে ফিলিস্তিনে হামলা বন্ধ করে ক্ষতিগ্রস্তদের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফিলিস্তিনের জনগণ পূর্ণ সমর্থন দিয়েছিল। আজ বর্তমান সরকারের উচিত এই হামলার আনুষ্ঠানিকভাবে নিন্দা করা এবং ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা।
বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, বিএফইউজে’র সাবেক কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, ডিইউজে’র সাবেক দপ্তর সম্পাদক ডি এম ওমর, ডিইউজে’র সাবেক নির্বাহী সদস্য এইচ এম আলামিন, শাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, পীরজাদা ওমর ফারুক, এস এ আলমগীর, মোঃ মতিউর রহমান সরদার, রাসেল পাঠওয়ারী, শেখ আনোয়ার, এম এ হান্নান, জিয়াউর রহমান জিয়া, শারুখ হোসেন ফারুক প্রমুখ।