নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সোনারগায়েঁর ‘রয়েল রিসোটের্’ ঘটনায় মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামীসহ চারজনকে গ্রেফতার করেন র্যাব। গত( ১১ এপ্রিল) বিকাল সাড়ে ৪ ঘটিকায় র্যাব-১১’র অভিযানে ঢাকার শ্যামপুর থানাধীন জুরাইন রেলগেইট বাজার মসজিদের সামনে ঢাকা-মাওয়া হাইওয়ে থেকে চার হেফাজত নেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ খেলাফতে মজলিশ-সোনারগাঁ উপজেলা শাখার সভাপতি ইকবাল হোসেন @ মাওলানা মোঃ ইকবাল হোসেন (৫২),হেফাজত ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মহিউদ্দিন খাঁন(৫৩), হেফাজত ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা মোঃ শাহজাহান খাঁন @ শিবলী (৪৩) এবং হেফাজত ইসলাম, সোনারগাঁ উপজেলা শাখার সহ-সভাপতি হাফেজ মোয়াজ্জেম হোসেন (৫২)।
এবিষয়ে র্যাব-১১’র লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।