অনুপ সিংহ,নোয়াখালীঃ
আসন্ন নোয়াখালী সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড (রামপুর-গোবিন্দপুর) থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেন কাউন্সিলর প্রার্থী আবুল কালাম।
রবিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার মোহাম্মদ শেখ ফরিদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এই সময় ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আবুল কালাম কে সমর্থন করে তারা উপস্থিত থেকে এই মনোনয়নপত্র জমা দেন।
আবুল কালাম রামপুর চৌধুরী বাড়ির মরহুম আব্দুল গফুর মিয়ার ছেলে, তিনি দীর্ঘদিন থেকেই এলাকার মানুষে এর বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছিলো
তিনি বলেন আমি রামপুর-গোবিন্দপুরের মানুষের সুখে দুঃখে সর্বদা পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।