সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে শিমরাইল মোড়ে থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দেশব্যাপি ধর্ষনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত।গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ডাচ্ বাংলা ব্যাংকের সামনে এ মানবন্ধন পালিত হয়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র যুগ্ন আহব্বায়ক মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে মানবন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাকেব সাধারন সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আব্দুল হাই রাজুসহ আরো উপস্থিত ছিলেন, সাবেক জেলা বিএনপি’র প্রকাশনা সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা বিএনপি’র সদস্য সামসুদ্দিন শেখ, গাজী মনির হোসেন, লুৎফুর নাহার, জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোল্লা, জেলা জাসাসের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য টিএইচ তোফা, মাহাবুবুল আলম সিপন, মহানগর যুবদলের যুগ্ন সম্পাদক শহিদুল ইসলাম, মোফাজ্জল হোসেন আনোয়ার, আক্তার হোসেন, থানা যুবদল নেতা রাকিবুল দেওয়ান, নুরুদ্দিন নূরু, মানিক, লিটন, শাহিন, শামিম, মাসুদ, মিলন, সিদ্ধিরগঞ্জ থানা তাঁতিদলের সভাপতি তাজুল ইসলাম, ছাত্রদল নেতা মেহেদী, রুনিত রনি, শাহিন, রানাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃ বৃন্দ। মানববন্ধনে প্রধান অতিথি অধ্যাপক মামুন মাহমুদ তার বক্তব্যে বলেন, বেগমগঞ্জের সিরিয়াল রেপিস্ট দেলোয়ার ওই আসনের এমপিকে নৈশ ভোটে সিল মেরে এমপি বানিয়েছিল।এখন ওদের আর নিয়ন্ত্রণ করতে পারেনা সে। ঘটনার ৩২ দিন পর মিডিয়ায় প্রকাশ হওয়ার পর গ্রেফতারে নামে আইনশৃঙ্খলা বাহিণী।সেখানকার পুলিশ এর আগে ঘটনা জানত না-এটা বিশ্বাসযোগ্য নয়। সারাদেশে ছাত্রলীগ,যুবলীগ মিলে ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ৫ ঘন্টা ধরে স্ত্রীকে ধর্ষণ করেছে। ওই সময়ের মধ্যে পুলিশ সেখানে যায় নাই। এসব ঘটনার পর শেখ হাসিনার যদি লজ্জা থাকত তাহলে তিনি পদত্যাগ করতেন। সারাদেশে ওনার এসব বাহিণী লুটপাট করে মোটা-তাজা হয়ে ফুলে-ফেঁপে উঠেছে। এখন তারা সিরিয়াল র্যাপে মত্ত হয়েছে। অবিলম্বে ছাত্রলীগ,যুবলীগের মত সংগঠনকে বাতিল করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, ধর্ষণ আর লুটপাটের দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। দ্রুত সারাদেশের এসব সংঘটিত অপরাধে জড়িতদের বিচারের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।