সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
প্রেমিকের ডাকে সাড়া দিয়ে বাড়িতে গিয়ে ধর্ষণের স্বীকার হয়েছেন সিদ্ধিরগঞ্জের ১৪ বছরের এক কিশোরী। পরে ৯৯৯ এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষকসহ ৪ জনকে আটক করে। ২১ অক্টোবর ( বৃহস্পতিবার ) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়া গ্যাসলাইন এলাকার টিনশেড বাসায় এ ঘটনা ঘটে।
আটককৃত ধর্ষকের নাম নাসির(১৯)। এসময় সরাসরি সম্পৃক্ত না থাকলেও সহযোগী হিসেবে উপস্থিত থাকায় আরও ৩ জনকে আটক করে পুলিশ।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সুজন তালুকদার বলেন, কিশোরীকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তার পরিবার খুঁজে পায়। রাত সাড়ে ১০ টার দিকে ৯৯৯ এ কল দেয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হই।সেখানে মেয়েকে তার পরিবারের সাথেই দেখতে পাই এবং তার পরিবারেরই একজন ৯৯৯-এ কল দিয়ে আমাদের জানায়। পরবর্তীতে ধর্ষক নাসির ও তার সহযোগী ৩ জনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।