সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জে শিমরাইলে ট্রাফিক পুলিশ কর্তৃক ব্যাটারি চালিত ইজিবাইক আটক করায় মনের ক্ষোভে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে ইজিবাইক চালক জুম্মন (৩০)। গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সালেহ উদ্দিন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করে এ তথ্য সাংবাদিকের সামনে তুলে ধরেন। তিনি বলেন, গত ২২ ফেব্রয়ারী সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে মহাসড়কের ইউটার্নে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ সময় ইজিবাইকটি উল্টে গিয়ে মহাসডকের মধ্যে পড়ে থাকে। খবর পেয়ে রেকারের দায়িত্বে থাকা এটিএসআই রাশেদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে ইজিবাইক চালককে না পেয়ে রেকারের সাহায্যে ইজিবাইকটি উদ্ধার করে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর পশ্চিম পাশে শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ডাম্পিং ষ্টেশন এলাকায নিয়ে হেফাজতে রাখেন। সহকারী পুলিশ সুপার ব্রিফিংয়ে আরও বলেন, ইজিবাইক চালক ডাম্পিং এলাকায় গিয়ে ইজিবাইক পাহারাদারকে ইজিবাইকটি ছেড়ে দেওয়াার জন্য বললে পাহারাদার রহমান বলেন, রেকারের দায়িত্বে নিয়োাজিত এটিএসআই রাশেদুল ইসলাম এর সাথে কথা বলতে বলেন। কিন্তু এটিএসআই রাশেদুল ইসলাম এর সাথে কোন কথাতো দূরের কতঅ দেখা না করেই রেকার বিল দেওয়া লাগবে হয়তো এ কারণে মনের ক্ষোভে ডাম্পিং এর আশপাশে গিয়ে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন চালক। বিষয়টি স্থানীয়রা দেখে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানালে ট্রাফিক ইন্সপেক্টর শেখ এমএ করিমের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্য এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত আহত অবস্থায় ইজিবাইক চালক জুম্মনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের শিমরাইলের রেকারের দায়িত্বে থাকা এটিএসআই রাশেদুল ইসলাম বলেন,আমাদের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কেকে ইজিবাইক হুট করে উঠে যায়, আমরা এগুলো আমাদের হেফাজতে নিয়ে প্রতিদিনই জরিমানা করছি,তিনি আরও জানান, সোমবার শিমরাইল ডাচবাংলা ব্যাংক এর ইউটার্ন এলাকায় ব্যাটারি চালিত একটি ইজিবাইক উল্টে মহাসড়কের মধ্যে পড়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া ইজিবাইক চালককে না পেয়ে ইজিবাইকটি রেকারের সাহায্যে উদ্ধার করে আমাদের হেফাজতে নিয়ে যাই বলে এটিএসআই রাশেদুল ইসলাম জানান। তিনি আরও জানান,পরে লোকমুখে খবর পাই ইজিবাইক চালক নিজের পেটে ছুরিকাঘাত করে আহত হয়েছেন, খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। আহত জুম্মন এর পিতার নাম মৃত আসলাম। গ্রামের বাড়ি পিরোজপুরে।সে সিদ্ধিরগঞ্জের মিজমিজি তেরা মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন বলে জানিয়েছেন ট্রাফিক ইন্সপেক্টর শেখ এমএ করিম। সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ আরও জানান, ইজিবাইক চালক মানষিক ডিপ্রেসনে ভোগছেন বলে খোঁজ নিয়ে জানাগেছে, সে গার্মেন্ট, হোসীয়ারী কারখানায় চাকরী করতেন কিন্তু মেশীনারীজ এর শব্দে তার মাথা ঘোরার কারণে চাকরী ছেড়ে দিয়ে একটি ফুড কোম্পানীতে চাকরী নিলেও হিসাব মেলাতে না পারায় সে চাকরীও ছেড়ে দেন পরবতীর্তে অলিগলিতে ইজিবাইক চালিয়ে ২০ হাজার টাকা ঋৃনী হয়। জমা টাকা ঠিকমতো দিতে না পারার কারণে কোন ইজিবাইক মালিক জুম্মনকে ইজিবাইক দিতে রাজি হয়নি। কয়েক মাস ইজিবাইক চালনা বন্ধ করে স¤প্রতি সে আবারও ইজিবাইক চালানো শুরু করে। সহকারী পুলিশ সুপার বলেন,গতকাল সোমবার রাতেই জুম্মনের অপারেশন সাকসেসফুল হয়েছে, ইশারায় কথা বলে, তবে সে মাদকাসক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে, কি কারণে নিজের পেটে ছুরি চালিয়েছে আমরা তার সাথে কথা বলবো এবং তার পরিবারের সাথে কথা বলবো এবং আমাদের ট্রাফিক পুলিশের কোন গাফিলতি আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে সহকারী পুলিশ সুপার জানিয়েছেন। স্থানীয়দের অভিযোগ নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের কতিপয় সদস্যকে ম্যানেজ করেই মহাসড়কে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, শিমরাইলমোড়ে, ও সানারপাড় এলাকায় অবৈধ থ্রীহুইলার যানবাহন চলাচল করার কারণে মানুষের ভোগান্তি বাড়ছে। মহাসড়কে অবৈধ লেগুনা , সিএনজি, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশা অবাধে চলাচল ও সিদ্ধিরগঞ্জের শিমরাইল ইউটার্নে উল্টাদিকে ইচ্ছেমতো ঘোরানোর বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ এর সাথে উপস্থিত স্থানীয় ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শেখ এমএ করিমকে এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার এবং আইনের আওতায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। প্রায় প্রতিদিনই মহাসড়কে, সিএনজি, ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশাসহ থ্রীহুইলার যানবাহন চলাচল করার কারণে নানা ধরনের দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বাড়ছে।