জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি:
বর্তমানে বৈশ্বিক পরিস্থিতির প্রতিকূলতার কারণে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পৃথিবীর প্রত্যেক জায়গায়। বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অধিক পরিমাণ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয় প্রতিবছর। বাংলাদেশের মানুষও সমস্ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বসবাস করতে অব্স্থ্য। তবে একাধারে করোনা ভাইরাস অন্যদিকে বন্যা তার ওপর আবার নদী ভাঙ্গন সবমিলিয়ে এখন যেন সাধারণ মানুষ খেই হারিয়ে ফেলেছে ।মধ্যবিত্ত থেকে শুরু করে সাধারণ মানুষ সবারই সাহায্যের প্রয়োজন।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে গরীব ও অসহায় পরিবারের মাঝে ত্রান দেওয়া হয়।এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের সাটুরিয়ার তিল্লী ইউনিয়নের ১০০ ও বরাঈদ ইউনিয়নের ২০০ সর্ব মোট ৩০০ গরীব অসহায় পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়। মানিকগঞ্জের জেলা প্রশাসকের তত্বাবধানে সুন্ধরা গ্রুপের পক্ষ থেকে এই ত্রান করোনা ভাইরাস,বন্যা,নদী ভাঙ্গন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে দেওয়া হয়।
ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস। উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এডভোকেট আব্দুল মাজীদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলার ভূমি কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা,
তিল্লী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মুরসালিন বাবু,বরাঈদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ সহ অন্যান্য ব্যক্তিববর্গ।