জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ সাটুরিয়া প্রতিনিধি:
পোনা মাছ অবমুক্তকরণ ২০২০-২১ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় জলাভূমি এবং বর্ষাপ্লাবিত ধানক্ষেত বা উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা কার্যালয়ের তত্ত্বাবধানে এবং উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে উপজেলা পরিষদ সংলগ্ন উন্মুক্ত জলাশয়, গাজী খালী নদীতে, সাটুরিয়া থানা চত্বরের পুকুরে এবং সাটুরিয়া সদর হাসপাতাল সংলগ্ন পুকুরে সবমিলিয়ে প্রায় ৫৫০ কেজি পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। পোনা মাছ অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব এ্যডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান মিঞা, সাটুরিয়া থানার তদন্ত কর্মকর্তা জনাব মোঃ হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সদরের মৎস্য কর্মকর্তা জনাব ড: মোঃ মনিরুজ্জামান,খামার ব্যবস্থাপক মাহাবুবুর হোসেন, উপজেলা ভূমি কর্মকর্তা সাবিহা ফাতেমাতুজ জোহরা, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, এছাড়া আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন পিন্টু, বালিয়াটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ রহুল আমিন, মানিকগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ ।