অনুপ সিংহ,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সোনাইমুড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় দৈনিক সংবাদ সংলাপের সোনাইমুড়ী প্রতিনিধি সাংবাদিক সেলিমের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে গ্রেপ্তার করা হয়।
মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে সোনাইমুড়ী প্রেসক্লাবে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে ২৪ ঘন্টার কলম বিরতি ঘোষণা দেওয়া হয়। কলম বিরতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি খোরশেদ আলম, সাবেক সভাপতি সামছুল আরেফিন জাফর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক বেলাল হোছাইন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান, সহ সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক ফজলুল হক, দপ্তর সম্পাদক টি এ সেলিম, প্রচার সম্পাদক অনুপ সিংহ সহ ক্লাবের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, দৈনিক সংবাদ সংলাপ নিউজ পোর্টালে “সোনাইমুড়ীতে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন” শীর্ষক শিরোনামে সাংবাদিক সেলিমের সংবাদ প্রকাশের পর সোনাইমুড়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অংগ্যজাই মারমা অভিযান চালিয়ে বালু উত্তোলন বদ্ধ করে দেয়। এরপর পুনরায় স্থানীয় চৌকিদার সোলাইমানের ছেলে আব্দুল্লাহ বালু উত্তোলন চালিয়ে যায়। এরই জের ধরে মঙ্গলবার চাদাঁবাজির অভিযোগ এনে রাত ৩ টায় সাংবাদিক সেলিমকে পুলিশ আটক করে।