রবিন খান,নাটোরঃ
আগুনে ঝলসে যাওয়া শিশু আব্দুল্লাহ এর চিকিৎসার সকল দায়িত্ব নিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
প্রতিমন্ত্রী পলক বিষয়টি জানার সাথে সাথে বাচ্চার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য সিংড়া পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস কে নির্দেশ দেয় এবং বাচ্চাটির সুচিকিৎসার জন্য তাকে ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে সিংড়া উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মওলানা রুহুল আমিন বলেন, শিশুটির চিকিৎসার সকল দায়িত্ব মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিয়েছে, ইতিমধ্যে শিশু ও পরিবারকে ঢাকায় পাঠানো হয়েছে।