নিজস্ব প্রতিবেদকঃ
আজ ১৭ আগস্ট মঙ্গলবার তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে ৫ দফা দাবিতে নতুন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নতুন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির আহ্বায়ক মো. আজিম উদ্দিন। বক্তব্য রাখেন নতুন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির যুগ্ম আহ্বায়ক পরিমল চন্দ্র সরকার ও মো. মামনুর রশিদ চৌধুরী। এছাড়াও নতুন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে নতুন সরকারিকৃত মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে নিম্নবর্ণিত ৫ দফা দাবি পেশ করা হয়-
(১) বেসরকারি আমলে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষক-কর্মচারীগণকে স্ব-পদে আত্মীকরণ করতে হবে।
(২) প্রথম এমপিওভুক্তির তারিখ হতে অভিজ্ঞতা গণনা করে পদভিত্তিক গ্রেডেশন তালিকায় অন্তর্ভূক্ত করতে হবে।
(৩) প্রতিষ্ঠান সরকারিকরণের দিন যে সকল শিক্ষক-কর্মচারীদের বয়স ৫৯ উত্তীর্ণ হয়নি তাদেরকে ভূতাপেক্ষ নিয়োগের মাধ্যমে সরকারি সুবিধা প্রদান করতে হবে।
(৪) আত্মীকরণ বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের পদ সৃজন না হলে বিধিমালা না হওয়া পর্যন্ত অন্তবর্তীকালীন সময়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষককে স্বপদে বহাল রাখতে হবে।
(৫) ভোকেশনাল বিএম শাখার শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভূক্ত করে দ্রুততম সময়ের মধ্যে আত্মীকরণ বিধিমালা প্রণয়ন করে আগস্ট মাসের মধ্যে এডহক নিয়োগ করে সরকারি বেতন-ভাতা প্রদান করতে হবে।