মো. মহসিন রেজা, শরীয়তপুর।।
শরীয়তপুর জেলার সদর উপজেলায় করোনা ভাইরাসের কারনে চলমান লকডাউনে শ্রমজীবী, অসহায় মানুষ কর্মহীন হয়ে পড়ায় দূর্বিসহ জীবনযাপন করছেন। এই দূর্বিসহ জীবনযাপন কিছুটা লাঘবের জন্য প্রধানমন্ত্রীর উপহার সরকারী সহায়তা খাদ্য সামগ্রী নিয়ে এগিয়ে এসেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। ২৬ এপ্রিল সোমবার দুপুর ২ ঘটিকার দিকে জেলার সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়াম মাঠে অসহায় ও দুস্থ ৪’শ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার হিসেবে ত্রাণসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসন। উপহার হিসেবে ত্রান সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তেল ও লবণ। জেলা প্রশাসন সূত্রে জানা যায় জেলার সদর উপজেলার চারশত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে স্বাস্হ্যবিধি মেনে এ ত্রাণ বিতরণ করা হয়। কর্মহীন এসব মানুষের তালিকায় ছিলো বাস শ্রমিক, নির্মান শ্রমিক, রিক্সা চালক, ভ্যান চালক,দিন মজুর সহ বেকার জনগোষ্ঠীও অন্তর্ভুক্ত ছিলো। শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের নির্দেশনায় এবং উপস্থিতিতে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ স্টেডিয়ামে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই। এ সময় আরো উপস্থিত ছিলেন, শরীয়তপুর পুলিশ সুপার এস এম আসরাফুজ্জামান, শরীয়তপুর সিভিল সার্জন আবদুল্লা আল মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), এবং সহকারী কমিশনারবৃন্দ ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক দলের সদস্যবৃন্দ সহ অন্যান্যরা। জেলা প্রশাসকের পক্ষ থেকে অন্যান্য উপজেলা ও ইউনিয়নেও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।