মো. মানিক মিয়া, লৌহজং
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি অবৈধ সিএনজি পাম্প স্টেশন স্থাপনের দায়ে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে সিএনজি পাম্প স্টেশনটি বৈধ কাগজপত্র তৈরি না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির।
অবৈধ সিএনজি পাম্প স্টেশনটির নাম স্বদেশ গ্লোরি এগ্রো প্রোডাক্ট। স্থানীয়ভাবে এটি মাওয়া সিএনজি পাম্প স্টেশন নামে পরিচিত। উপজেলার মেদিনীমণ্ডল ইউনিয়নের উত্তর মেদিনীমণ্ডল গ্রামে ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মাসেতু টোল প্লাজার উত্তর পাশে এর অবস্থান। সিবিজি অর্থাৎ কম্প্রেসড বায়ো গ্যাস স্থাপনের কথা বলে সিএনজি পাম্প স্টেশন স্থাপন করেছে উত্তর মেদিনীমণ্ডল গ্রামের লতিফ খানের ছেলে বাবু খান। দেড় বছর আগে সিএনজি পাম্প স্টেশন স্থাপন করে অবাধে ও দেদারসে ব্যবসা করে আসছে বাবু খান, রফিকুল ইসলাম ও আবদুস সাত্তার নামে তিন অংশীদার।
বুধবার দুপুরে সরজমিনে দেখা যায়, স্বদেশ গ্লোরি এগ্রো প্রোডাক্ট প্রতিষ্ঠানটি দুটি বিশাল আকারের কাভার্ড ভ্যানে সিএনজি বোতল রেখে সেখান সরাসরি জেনারেটরের সাহায্যে যানবাহনে গ্যাস ভর্তি করা হচ্ছে। একেকটি কাভার্ড ভ্যান ১৬০টি সিএনজি বোতল ধারণক্ষমতা সম্পন্ন। যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
লৌহজং ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, সিএনজি পাম্প স্টেশনটি সিবিজি স্টেশন স্থাপনের কথা বলে সিএনজি পাম্প স্টেশন স্থাপন করেছে, যা সম্পূর্ণ অবৈধ এবং সেই সাথে ঝুঁকিপূর্ণও বটে। যে স্থানটিতে স্থাপন করা হয়েছে, সেটি জননিরাপত্তা ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। অভিযানে নিরাপত্তা প্রদান করেন লৌহজং থানার এসআই মাসুদুল হাসানের নেতৃত্বে একটি পুলিশ টিম।