আরিফুজ্জামান আরিফ, ঠাকুরগাঁও।।
দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনার ইসলামের নিঃর্শ্বত মুক্তি, মামলা প্রত্যাহার ও দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন ঠাকুরগাঁয়ের সাংবাদিক নেতারা। বুধবার(১৯ মে) সকাল ১১টায় ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির আয়োজনে জেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি চলাকালে এ দাবি করেন তারা। এতে অংশ নেয় লেখক, সাংবাদিক, ক্রীড়াবিদ, রাজনৈতিক ও শুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ। বক্তব্য রাখেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমদাদুল ইসলাম ভুট্টো, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ লিটু, প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ্যাড. আবু তোরাব মানিকসহ অন্যরা। বক্তারা বলেন তথ্য চুরির অভিযোগ এনে সহকর্মী রোজিনার ইসলামকে হেনস্থা করা হয়েছে যা অনাকাঙ্খিত। শুধু তাই নয় তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সাংবাদিক নেতারা হুশিয়ারি উচ্চারণ করে অবিলম্বে রোজিনার নিঃর্শ্বত মুক্তিসহ মামলা প্রত্যাহারের দাবী জানান।