নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন কালনী বাসস্ট্যান্ড এলাকায় সাড়ে ৯ কেজি গাঁজা ও ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেন র্যাব। গতকাল বৃহস্পতিবার( ১৫ অক্টোবর) বেলা পৌনে ১১ টার সময় গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র বিশেষ অভিযানে চট্টগ্রাম-ঢাকাগামী একটি ট্রাক তল্লাশী করে সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাচারের দায়ে দুইজন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- মো: মমিন আলী (৩২) ও মো: জুয়েল হোসেন(২৫)। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
অনুসন্ধানে জানাযায়, আসামী মো: মমিন আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন হরিনগর তাতীপাড়া এলাকার মো: ফুটু আলীর ছেলে এবং মো: জুয়েল হোসেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানাধীন তুলারভাইল এলাকার মো: ফরজেল আলীর ছেলে।
আরো জানাগেছে, চিহ্নিত আসামীরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে চালক ও হেলপারের ছদ্মবেশে পণ্যবাহী ট্রাকযোগে অভিনব কায়দায় । চট্টগ্রাম জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ-ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় সরবরাহ করে আসছিল। এমন ধরনের সংবাদের ভিত্তিতে দায়িত্বরত র্যাবের একটি টিম গ্রেফতার করতে সক্ষম হন।
এবিষয়ে র্যাব-১১-’র অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দীন চেšধুরী(পিপিএম) জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।